হঠাৎ স্থগিত প্রিমিয়ার লিগ
Published : Saturday, 31 July, 2021 at 12:00 AM
১০ দিন বিরতি দিয়ে প্রিমিয়ার লিগ পুনরায় শুরুর কথা ছিল শুক্রবার। আগের দিন সূচিও দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু ম্যাচ শুরুর এক ঘণ্টা আগে লিগ স্থগিত করার কথা জানিয়েছে দেশের ফুটবলের নিয়ন্তা সংস্থাটি।
শুক্রবার কমলাপুরে উত্তর বারিধারা ও চট্টগ্রাম আবাহনী এবং বঙ্গবন্ধু স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়ন ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির মুখোমুখি হওয়ার কথা ছিল। দুপুর ৩টায় বিজ্ঞপ্তি দিয়ে লিগ স্থগিতের কথা জানায় বাফুফে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল ফুটবল লিগ ম্যানেজমেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী অদ্য ৩০-০৭-২০২১ তারিখ হতে অনুষ্ঠিতব্য চলমান ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২০-২১’ এর ২য় পর্বের অবশিষ্ট খেলাসমূহ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। উল্লেখ্য যে, সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করতে উক্ত লিগের অবশিষ্ট খেলাসমূহ আয়োজনের বিষয়ে যথাশীঘ্রই সকলকে অবহিত করা হবে।”
করোনাভাইরাস পরিস্থিতির কারণে সরকার ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনায় লিগ স্থগিত করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী।
“ঈদ-উল আজহার পর ২৪ জুলাই থেকে আমরা লিগ পুনরায় শুরু করতে চেয়েছিলাম, কিন্তু দেশে করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় করা যায়নি। মাঝে পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় ৩০ জুলাই থেকে করতে চেয়েছিলাম, কিন্তু সরকার ও যুব ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে লিগ স্থগিত করতে হয়েছে।”
“ঈদের ছুটিতে আমরা খেলোয়াড়দেরকে কাব ছাড়তে দেইনি, যেন তারা আক্রান্ত না হয় এবং আমরা লিগটা চালিয়ে নিতে পারি। কিন্তু পরিস্থিতির কারণে সেটা হচ্ছে না। পরিস্থিতির উন্নতি হলে লিগ পুনরায় শুরু করব এবং অবশ্যই আমরা লিগ শেষও করব।”
সবশেষ গত ১৯ জুলাই ম্যাচ হওয়ার পর ঈদ-উল আজহার ছুটি ও করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বন্ধ ছিল প্রিমিয়ার লিগ। কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়াম ও বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম-এই দুই ভেন্যুতে ম্যাচ রেখে আগামী ৬ অগাস্ট পর্যন্ত সূচি দিয়েছিল বাফুফের পেশাদার লিগ কমিটি।
লিগের ১৮তম রাউন্ডের খেলা এখনও পুরোপুরি শেষ হয়নি। ১৮ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বসুন্ধরা কিংস। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা শেখ জামাল ধানম-ি কাব ৩৮ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
লিগে টেবিলে এ মুহূর্তে সেরা চারে থাকা বাকি দুই দল যথাক্রমে আবাহনী লিমিটেড (১৮ ম্যাচে ৩৬) ও মোহামেডান স্পোর্টিং কাব (১৮ ম্যাচে ৩২ পয়েন্ট)।