ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
তিতাসে ছাত্রলীগের উদ্যোগে করোনা টিকার ফ্রি নিবন্ধন
Published : Saturday, 31 July, 2021 at 12:00 AM
তিতাস, প্রতিনিধিঃ
‘মানবতার কল্যাণে তিতাস উপজেলা ছাত্রলীগ’ এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লা তিতাস উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কোভিড-১৯ এর বিনামূল্যে টিকা নিবন্ধন কার্যক্রম চালু করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে এই ফ্রি নিবন্ধন কার্যক্রম চালু করা হয়। কার্যক্রম চালু হওয়ার পর থেকে ফ্রি নিবন্ধন করতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।
প্রথমদিনেই প্রায় ২শতাধিক নারী-পুরুষ করোনার ভ্যাকসিন নিতে নিবন্ধন সম্পন্ন করেছেন ছাত্রলীগ। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নিবন্ধন বুথ স্থাপনের উদ্যোক্তা তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার।
এ সময় এই কার্যক্রমে অংশগ্রহণ করে সার্বিক সহযোগিতা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেল, সহ-সভাপতি সৈয়দ নূরুল আফসার, মোঃ আলাউদ্দিন প্রধান, ফারহাতুল হাসান নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জসিম সরকার, জাহিদ মিয়া, শাওন মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ তানহার সরকার, মেহেদী হাসান মারুফ ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রমুখ।
এদিকে স্থানীয় এমপি সেলিমা আহমাদ মেরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে করোনা ভ্যাকসিনের নিবন্ধন করতে আসা সকলকে দ্রুত টিকা গ্রহণ করার জন্য আহবান জানিয়েছেন।
নিবন্ধন বুথের উদ্যোক্তা তিতাস উপজেলা ছাত্রলীগের সভাপতি একেএম কামরুল হাসান তুষার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা দেশের মানুষের জন্য করোনার টিকার ব্যবস্থা করেছেন বিনামূল্যে। বিনামূল্যের সেই টিকা পাওয়ার জন্য প্রথম ধাপ হচ্ছে অনলাইনে নিবন্ধন করা। কিন্তু গ্রামের সাধারণ মানুষ টিকার নিবন্ধন করতে গিয়ে কম্পিউটার দোকানের দ্বারস্থ হতে হয়। তাই কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ফ্রি টিকা নিবন্ধন কার্যক্রম শুরু করেছি। যাতে গ্রাম অঞ্চলের সহজ, সরল, সাধারণ মানুষ খুব সহজে নিবন্ধন করে করোনা টিকা নিতে পারেন।