করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবাকে আরো গতিশীল করতে এলজিআরডি মন্ত্রী মোঃতাজুল ইসলাম এমপির নিজস্ব অর্থায়নে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০টি অক্সিজেন সিলিন্ডার শুক্রবার প্রদান করা হলো।পাশাপাশি ৩০টি বেডে সেন্ট্রাল অক্সিজেন সার্ভিস চালু করতে কাজ শুরু হয়েছে। এছাড়াও লাকসাম -মনোহরগঞ্জ উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোন নেতাকর্মী আক্রান্ত হলে যে কোন ধরনের সেবা ও সহযোগিতা করছেন এবং আগামী দিনেও অব্যাহত রাখার প্রত্যয়ব্যাক্ত করেছেন। মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়,করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবাকে আরো গতিশীল করতে এলজিআরডি মন্ত্রী মোঃতাজুল ইসলাম এমপি মহোদয়ের নিজস্ব অর্থায়নে শুক্রবার ৩০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করা হয়েছে।
একইসাথে ৩০টি বেডে সেন্ট্রাল অক্সিজেন চালু করার লক্ষে কাজ শুরু করা হয়েছে।
আজ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী মোঃতাজুল ইসলাম এমপি মহোদয়ের উন্নয়ন সমন্বয় কারী মোঃকামাল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ নিসর্গ মেরাজ প্রমুখ।
এবিষয়ে এলজিআরডি মন্ত্রী মোঃতাজুল ইসলাম এমপি মহোদয়ের উন্নয়ন সমন্বয় কারী মোঃকামাল হোসেন বলেন,আমাদের প্রানপ্রিয় নেতা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের পাশাপাশি লাকসাম -মনোহরগঞ্জ উপজেলার মানুষের সকল সুখ দুঃখের খোজ খবর রাখেন। তিনি বলেন, ইতিপূর্বে দলের গুরুত্বপূর্ণ পদে থাকা যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন, প্রিয় নেতা সকলের চিকিৎসার দায়িত্ব নিয়েছিলেন। তিনি সকলের জন্য নিজের অর্থায়নে মনোহরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন এবং ৩০টি বেডে সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু করার লক্ষে কাজ শুরু করা হয়েছে। এছাড়াও তিনি উপজেলা দুটির মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যেকোন নেতাকর্মী আক্রান্ত হলে যেকোন ধরনের সহযোগিতা প্রদানের লক্ষ্যে স্ব স্ব সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে তালিকা তৈরি করে জানানোর নির্দেশ দিয়েছেন।।
পরে কামাল হোসেন করোনা ওয়ার্ড ঘুরে রোগীদের খোজ খবর নেন।