টানা এক সপ্তাহ ঊর্ধ্বমুখী থাকার পর চট্টগ্রামে করোনায় মৃত্যু এবং শনাক্ত দুটোই কমেছে। আজ শনিবার (৩১ জুলাই) গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন চার জন। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪২ জন। সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে ৯৬২ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ৭৪২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে মোট ৮১ হাজার ৯৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬১ হাজার ৫৫৬ জন চট্টগ্রাম নগরীর। বাকি ২০ হাজার ৪০৩ জন বিভিন্ন উপজেলার।
সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ১২টি ল্যাবে দুই হাজার ১৩৪টি নমুনা পরীক্ষায় ৭৪২ জন করোনা শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৩২৮টি, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৭৩০টি এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬৩২টি নমুনা পরীক্ষা করা হয়।
এর মধ্যে চবি ল্যাবে ১৬৪ জন, বিআইটিআইডি ল্যাবে ১৬৪ জন এবং চমেক ল্যাবে ২১৫ জনের করোনা শনাক্ত হয়। এছাড়া এদিন ১১২টি অ্যান্টিজেন পরীক্ষায় ৪৮ জনের করোনা শনাক্ত হয়।
এছাড়া বেসরকারি শেভরন হাসপাতাল ল্যাবে ২১৫টি নমুনা পরীক্ষায় ৮৭ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১১৭টি নমুনা পরীক্ষায় ৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে।