বন্ড সুবিধায় শুল্কমুক্তভাবে আমদানিকৃত ৫০৮ রোল কাপড় খোলা বাজারে বিক্রির অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধারকৃত দরজা-জানালার পর্দা তৈরিতে এসব কাপড়ের মূল্য প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা। আজ শনিবার (৩১ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার একেএম হাফিজ আক্তার।
তিনি জানান, গত বুধবার (২৮ জুলাই) রাত থেকে রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোড ও তেজগাঁও থানাধীন সাতরাস্তার মোড় এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ কাপড় বহনের কাজে ব্যবহৃত ৬টি কার্ভাড ভ্যানও জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. শাহাদাত হোসেন, মো. সাইফুল ইসলাম জীবন, মো. রুবেল আকন, মো. মাসুম, মো. মনির হোসেন, মো. রবিন ওরফে হৃদয় সরদার, মো. শাহিন হাওলাদার, মো. আরিফ হোসেন, মো. সোহাগ ফরাজী, মো. নাজিম ও মো. কামাল হোসেন।
একেএম হাফিজ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা বন্ড সুবিধায় বিদেশ হতে শুল্কমুক্ত কাপড় আমদানি করে এসব কাপড় অতিরিক্ত লাভের উদ্দেশ্যে সুবিধামতো সময়ে চোরাইপথে খোলা বাজারে বিক্রি করতেন। যার ফলে দেশের প্রকৃত ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্থ হচ্ছে।
এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে নিউ মার্কেট থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা লালবাগ বিভাগের ডিসি রাজীব আল মাসুদের দিকনির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হাসান আরাফাতের তত্ত্বাবধানে সহকারী পুলিশ কমিশনার মধুসুদন দাসের নেতৃত্বে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম উক্ত অভিযানটি পরিচালনা করে।