সাতক্ষীরায় করোনা ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ জুলাই) জেলার করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য জানান।
মৃতরা হলেন- যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর গ্রামের মৃত মো. রজব আলীর ছেলে রিয়াজুল ইসলাম (৭০), সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে মো. আসাদুল ইসলাম (৩৫), একই উপজেলার ইন্দ্রিরা গ্রামের মৃত সত্যেন্দ্রনাথ রায় চৌধুরীর ছেলে মনোরঞ্জন রায় চৌধুরী (৭৫), পাটকেলঘাটা থানার বড়বিলা গ্রামের মৃত মো. রহমতুল্লাহর ছেলে মো. আব্দুল ওদুদ (৮৫), আশাশুনি উপজেলার বড়দল গ্রামের মৃত হানিফ মোল্যার ছেলে মো. খায়রুল ইসলাম মোল্যা (৬০) ও কালিগঞ্জ উপজেলার উচ্ছেছপাড়া গ্রামের মৃত সেফাত আলীর ছেলে মো. আকরাম হোসেন (৬২)।
ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। জেলায় বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ১২১ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৯ জন। এর মধ্যে সামেক হাসপাতালে ১০ জন ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জনসহ সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩ জন এবং বেসরকারি হাসপাতালে রয়েছেন ছয় জন। বাড়িতে হোম আইসোলেশনে আছেন এক হাজার ৯২ জন।
এ নিয়ে জেলায় পাঁচ হাজার ৫৯৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন চার হাজার ৩৮৮ জন ও মারা গেছেন ৮৫ জন।