ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২০ হাসপাতালে শয্যার অতিরিক্ত রোগী
Published : Sunday, 1 August, 2021 at 12:00 AM
রাতদিন ২৪ ঘণ্টাই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসছে করোনা রোগী বহন করা অ্যাম্বুলেন্স। গন্তব্য রাজধানীর করোনা ডেডিকেটেড সরকারি হাসপাতাল।রাতদিন ২৪ ঘণ্টাই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ছুটে আসছে করোনা রোগী বহন করা অ্যাম্বুলেন্স। গন্তব্য রাজধানীর করোনা ডেডিকেটেড সরকারি হাসপাতাল।
দেশের ২০টি হাসপাতালে শয্যা সংখ্যার অতিরিক্ত রোগী চিকিৎসাধীন আছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল,  ৫০০ শয্যা বিশিষ্ট কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে শয্যার অতিরিক্ত রোগী আছে।
এছাড়া ল্যাব এইড হাসপাতাল, গ্রিন লাইফ হাসপাতাল, চট্টগ্রামের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল, আল মানাহিল নার্চার জেনারেল হাসপাতাল, গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল, শরীয়তপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, ফেনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসমূহ, চাঁদপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, কুমিল্লা জেনারেল হাসপাতাল, বরিশালের শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল, বরগুনা জেলা সদর হাসপাতাল, সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে শয্যার অতিরিক্ত রোগী ভর্তি আছে বলে জানায় স্বাস্থ্য অধিদফতর।