ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সিলেটে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯৯৬ করোনা রোগী শনাক্ত
Published : Sunday, 1 August, 2021 at 4:08 PM
সিলেটে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৯৯৬ করোনা রোগী শনাক্ত সিলেটে একদিনে করোনাভাইরাসে সর্বোচ্চ ৯৯৬ জন রোগী শনাক্ত হয়েছেন। গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে নমুনা পরীক্ষায় তাদের শনাক্ত করা হয়। স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে। একই সময়ে করোনায় সিলেটে ৯ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের চার জেলায় ৯৯৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। যা একদিনে সর্বোচ্চ শনাক্ত। গত ৩০ জুলাই ৮০২ জন শনাক্ত হয়েছিলেন, যা এখন পেছনে পড়ে গেছে।
নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলাতেই রয়েছেন ৩৯৯ জন। সুনামগঞ্জে ১০৬ জন, মৌলভীবাজারে ১৪০ জন ও হবিগঞ্জে ৩৪০ জন শনাক্ত হয়েছেন।

সবমিলিয়ে সিলেট বিভাগে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪০ হাজার ৪৫২ জনে। তন্মধ্যে সিলেট জেলাতেই শনাক্ত হয়েছেন ২৫ হাজার ১৩৬ জন। এছাড়া সুনামগঞ্জে ৪ হাজার ৭১১ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৫৫৯ জন ও হবিগঞ্জে ৪ হাজার ৮৪৬ জন রোগী শনাক্ত হয়েছেন।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘণ্টায় সিলেটে মারা গেছেন আরও ৯ জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে ৩ জনসহ সিলেট জেলাতেই ৭ জন মারা গেছেন। সুনামগঞ্জে মারা গেছেন ২ জন।

এ নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ৭০২ জন। তন্মধ্যে সিলেট জেলায় ৫৬১ জন, সুনামগঞ্জে ৫১ জন, মৌলভীবাজারে ৬০ জন ও হবিগঞ্জে ৩০ জন মারা গেছেন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৩০৫ জন করোনা রোগী সুস্থ হয়ে ওঠেছেন। বর্তমানে ৪০৫ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।