ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রয়োজনে ওপেন করবেন সাকিব, ভাবনায় মিঠুনও
Published : Monday, 2 August, 2021 at 12:00 AM
প্রয়োজনে ওপেন করবেন সাকিব, ভাবনায় মিঠুনওঅস্ট্রেলিয়ার বিপে তামিম ইকবাল ও লিটন দাস নেই। ইনিংস উদ্বোধনের দায়িত্ব সামলাবেন নাঈম শেখ ও সৌম্য সরকার। কিন্তু তাদের ইনজুরি বা রান খরায় বিকল্প কে আছেন?
জানতে চাওয়া হয়েছিল কোচ রাসেল ডমিঙ্গোর কাছে। বাংলাদেশের কোচ জানালেন, প্রয়োজনে সাকিব আল হাসানকে দিয়ে ইনিংস উদ্বোধন করাবে দল। ভাবনায় আছেন মোহাম্মদ মিঠুনও।
রোববার (৩০ জুলাই) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ডমিঙ্গো বলেন, ‘আমরাও এই বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। সাকিব আমাদের দলে আছে। তাকে আমরা এগিয়ে ইনিংস উদ্বোধন করাতে পারি। মোহাম্মদ মিঠুন আমাদের দলে ফিরেছে। যদিও সে মিডল অর্ডার ব্যাটসম্যান। তবে এই ফরম্যাটে তাকে দিয়েও ইনিংস শুরু করাতে পারি আমরা। তারা দুইজন আমাদের ভাবনায় আছে যদি কোনো ওপেনার ইনজুরিতে পড়ে বা অন্য কোনো সমস্যা হয়। আমি মনে করি আমাদের পর্যাপ্ত খেলোয়াড় আছে।’    
দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিব ইনিংস শুরু করেননি কখনোই। ক্যারিয়ার শুরু করেছিলেন লোয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে। এখন সীমিত পরিসরে নিয়মিত তিনে ব্যাটিং করছেন। সাদা পোশাকে নামছেন মিডল অর্ডারে। ঘরোয়া ক্রিকেটেও তার সর্বোচ্চ পজিশন তিন। তবে ২০১৫ সালে ঢাকা লিগের সুপার লিগের ম্যাচে জেন্ডস অব রূপগঞ্জের জার্সিতে প্রাইম দোলেশ্বরের বিপে ওপেনিংয়ে নেমেছিলেন। ওপেনিংয়ে নেমে সুবিধা করতে পারেননি। ৫১ বলে করেছিলেন মাত্র ২৮ রান।
মিঠুন ক্যারিয়ার শুরু থেকে নিয়মিত ইনিংস উদ্বোধন করেছেন। জাতীয় দলেও ছিলেন ওপেনিংয়ের ভূমিকায়। তবে থিতু হতে পারেননি। ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপে ৪১ বলে ৪৭ রান করেছিলেন। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপে ২২ বলে করেছিলেন ২৩ রান। অন্য ফরম্যাটের মতো এ ফরম্যাটেও মিঠুন বারবার সুযোগ পেয়েও ক্যারিয়ার সমৃদ্ধ করতে পারেননি। ১৩ ইনিংসে মাত্র ১২৭ রান করেছেন ১০.৫৮ গড়ে।