ইয়াবা পাচারের মামলায় প্রবাসীকে জামিন দেননি হাইকোর্ট
Published : Monday, 2 August, 2021 at 12:00 AM
পার্সেল পোস্টের মাধ্যমে আমেরিকায় ইয়াবা পাচারের অভিযোগে দায়ের করা মামলায় আমেরিকা প্রবাসী মো. আতাউল করিম ওরফে আলমগীরের জামিন আবেদন কার্যতালিকা (কজ লিস্ট) থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (১ আগস্ট) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট নূর-ই-আলম উজ্জ্বল। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারীরি অ্যাটর্নি জেনারেল রেজাউল হক।
এর আগে চলতি বছরে আমেরিকার উদ্দেশে হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ডাকঘর থেকে একটি পার্সেল পোস্ট করা হয়। পরে ডাকঘরে দায়িত্বরত ব্যক্তিরা ওই পার্সেলটি পাঠানোর আগে গত ২১ মে পরীক্ষা করেন। তাতে দেখা যায় ১৪৪৬ পিস ইয়াবা রয়েছে।
পরে ওই ঘটনায় একটি মামলা করাসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়। আসামিদের তথ্যের ভিত্তিতে রাজধানীর দক্ষিণ কাফরুল থেকে আমেরিকা প্রবাসী মো. আতাউল করিম ওরফে আলমগীরগে গ্রেফতার করা হয়। পরে তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানান।