চাঁদপুরে লঞ্চ ও পল্টুনের চাপায় মা ও শিশু আহত
Published : Monday, 2 August, 2021 at 12:00 AM
মানিক দাস ॥ গতকাল রবিবার গার্মেন্টস ও শিল্প কারখানা খুলে দেওয়ায় লঞ্চ চলাচল ২৪ ঘণ্টার জন্য শুরু করা হয়। আর এই লঞ্চেই চাঁদপুর থেকে ঢাকা যাওয়ার জন্য যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ে। এতে করে লঞ্চ ও পল্টনের সাথে অসাবধানতার কারণে চাপা লেগে মারাত্মকভাবে আহত হয় মা ও শিশু কন্যা। চাঁদপুর থেকে ঢাকা অভিমুখী যাত্রী সদর উপজেলার রঘুনাথপুর শেখ বাড়ির মোঃ ফারুক শেখের স্ত্রী ফারজানা বেগম (২৫) ও তার মেয়ে মরিয়ম আক্তার (৫) ইমাম হাসান-৭ লঞ্চে দুপুর পৌনে ১২টায় উঠার চেষ্টা করলে লঞ্চ ও পল্টুনের সাথে মা মেয়ে যাত্রীদের চাপে পা পড়ে যায়। এতে করে ফারজানা বেগম ও মরিয়মের বাম পা ভেঙ্গে যায়। স্থানীয় লোকজন ও লঞ্চ কর্তৃপক্ষের দৃষ্টি পড়লে তারা তাদেরকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করিয়েছে। বর্তমানে তারা দু’জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।