লালমাই ৫০ ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল মাথা গোঁজার ঠাঁই
Published : Tuesday, 3 August, 2021 at 12:00 AM
প্রদীপ মজুমদার :
মুজিববর্ষ উপলক্ষ্যে কুমিল্লার লালমাই উপজেলার অসহায় ভূমিহীন ও গৃহহীন ৫০টি পরিবারের মিলেছে মাথা গোঁজার ঠাঁই। যুগ যুগ ধরে যারা অন্যের জমিতে ঠিকানাবিহীন বসবাস করতো, সেইসব ভাগ্য বিড়ম্বিত ঠিকানা বিহীন অসহায় মানুষ গুলো খুুঁজে পেল আপন ঠিকানা।
সম্প্রতি কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান উপজেলার রায়পুরা আশ্রয়ণ প্রকল্প- ২ ঘুরে দেখেন, এসময় তিনি উপকারভোগীদের সঙ্গেও কথা বলেন ও তাদের সার্বিক অবস্থার খোঁজখবর নেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর উপহারের এই ঘর এখন আপনাদের। এই ঘরের ভালমন্দ সবকিছু দেখার দায়িত্বও আপনাদের। তারপরেও কখনো কোন সমস্যা মনে করলে ঘরের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাবেন। তিনি উপকার ভোগীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করেন।
গৃহ নির্মাণকালে জেলা প্রশাসক, স্থানীয় সরকারের উপপরিচালক, উপজেলা চেয়ারম্যান সকলে পরিদর্শন করেন এবং সন্তোষ প্রকাশ করেন। প্রকল্পে বিদ্যুৎ সংযোগ ও সুপেয় পানির ব্যবস্থা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব বলেন লালমাইয়ের অসহায় দরিদ্র ব্যক্তি যাদের মাথার উপর খোলা আকাশ ছিলো মাননীয় প্রধানমন্ত্রী তাদের মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। সেজন্য উপকার ভোগীরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য প্রাণ খুলে দোয়া করেছেন।