ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মরহুম আলী আশরাফ এমপি’র কবর জিয়ারত করলেন সাংসদ রাজী
রণবীর ঘোষ কিংকর
Published : Monday, 2 August, 2021 at 8:41 PM
মরহুম আলী আশরাফ এমপি’র কবর জিয়ারত করলেন সাংসদ রাজীসাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’র কবর জিয়ারত করলেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। 
সোমাবর (২ আগস্ট) বিকাল সাড়ে ৫টায় চান্দিনার গল্লাই গ্রামে মরহুম অধ্যাপক মো. আলী আশরাফ এমপি’র কবর জিয়ারত করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া প্রার্থনা করেন তিনি। 
এসময় আওয়ামীলীগ প্রবীণ রাজনৈতিক নেতা ও বিজ্ঞ সাংসদ অধ্যাপক আলী আশরাফের নানা গুনাবলি তুলে ধরে উপস্থিতির মাঝে স্মৃতিচারণ করেন সাংসদ রাজী। শোকাহত একমাত্র সন্তান মুনতাকিম আশরাফ টিটুকে জড়িয়ে ধরে প্রতি গভীর সমবেদনা জানান রাজী মোহাম্মদ ফখরুল। 
এসময় উপস্থিত ছিলেন দেবীদ্বার ও চান্দিনা উপজেলার বিভিন্ন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শুক্রবার (৩০ জুলাই) বিকাল ৩টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার নির্বাচিত প্রবীণ ওই সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। ওই রাতে রাজধানী গুনশানের আজাদ মসজিদে প্রথম নামাজে জানাজা, পরদিন শনিবার (৩১ জুলাই) সকাল ১১টায় চান্দিনা মহিলা কলেজ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা, দুপুর ২টায় নবাবপুর উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা, বিকাল ৫টায় গল্লাই ইসমাইল দাখিল মাদ্রাসা মাঠে রাষ্ট্রীয় মর্যাদা এবং শেষ নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় চান্দিনার রাজনীতির কিংবদন্তি ওই নেতাকে।