দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে হারিয়ে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো আগের দিন সংবাদ সম্মেলনে এসে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। আজ (সোমবার) মুশফিকের বিষয়টিকে ‘দুর্ভাগ্য’ বলে উল্লেখ করলেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ।
বাবা-মায়ের অসুস্থতার কারণে টেস্ট সিরিজ খেলেই জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে আসেন মুশফিকুর রহিম। পরবর্তীতে এই উইকেটকিপার ব্যাটসম্যান অস্ট্রেলিয়া সিরিজে খেলতে চেয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ার শর্ত ছিল, ক্রিকেটারদের ১৯ জুলাই রাত থেকে ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে। ততদিনে মুশফিকের সেই সুযোগ শেষ হয়ে গেছে। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তাকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে বাংলাদেশকে।
রবিবার অস্ট্রেলিয়ার এমন সিদ্ধান্তের সমালোচনা করে ডমিঙ্গো বলেছিলেন, ‘অস্ট্রেলিয়া জৈব সুরক্ষা বলয়ের যে কঠিন নিয়ম রেখেছে, এর কোনও যুক্তি আমি খুঁজে পাই না। আমি মনে করি, ১০ দিনের জৈব সুরক্ষা বলয় যথেষ্ট ছিল। কিন্তু তারা বিষয়টি যেভাবে দেখছে, সেটি খুব হতাশাজনক।’
একদিন পর মাহমুদউল্লাহ এই ইস্যুতে দিলেন কূটনৈতিক উত্তর, ‘মুশফিক অবশ্যই আমাদের দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমিও ব্যক্তিগতভাবে হতাশ, মুশফিক এই সিরিজে নেই। খেলোয়াড় হিসেবে এটা তো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নেই। আমাদের হাতে যেটা আছে, ভালো ক্রিকেট খেলা। ভালো খেলে যেন সিরিজ শেষ করতে পারি, সেটার দিকে ফোকাস রাখা। এই ইস্যুগুলো নিয়ে এই মুহূর্তে আমরা চিন্তিত নই। যেটা হয়ে গেছে, ওটা নিয়ে ভেবে লাভ নেই।’
সিরিজ মাঠে গড়ানোর আগে অস্ট্রেলিয়ার উঁচু ধারার নানা কমর্কাণ্ডে বিরক্ত ক্রিকেট ভক্তরা। ক্রিকেটাররা কি বিরক্ত? হাসতে হাসতে টি-টোয়েন্টি অধিনায়ক বললেন, ‘সত্যি কথা বলতে মুশফিক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। ওকে না পাওয়াটা অবশ্যই দুর্ভাগ্য। যে কথাগুলো আপনি বলেছেন, সেগুলো নিয়ে আমাদের এই মুহূর্তে খুব একটা চিন্তা-ভাবনা নেই। আমাদের ভাবনা মাঠে কীভাবে পারফরম্যান্স করবো। আমরা যেন ম্যাচ জিততে পারি বাংলাদেশের জন্য, এটাই আমাদের ভাবনা।’