ব্রাহ্মণপাড়ায় করোনা টিকা নিতে উপচে পড়া ভিড়
Published : Tuesday, 3 August, 2021 at 12:00 AM
ইসমাইল
নয়ন।। জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় সাধারণ মানুষের মাঝে করোনার টিকা নেয়ার
প্রবনতা চোখে পড়ার মত৷ সোমবার সকাল থেকে করোনার টিকা নিতে উপজেলার বিভিন্ন
ইউনিয়ন থেকে আসা লোকজনের ভীর সামলাতে হিমশিম খেতে হয়েছে উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ও সেবিকাদের৷ আগত লোকের ভীর সামলাতে
স্বাস্থ্যবিধি মানাতে ব্রাহ্মণপাড়া সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে কাজ করছে
পুলিশের একটি টিম৷ উপজেলার মাধবপুর ইউনিয়ন থেকে আসা মোঃ মোস্তফা বলেন, অনেক
মানুষের অনেক ভীর থাকলেও কষ্ট করে টিকাটা নেয়া জরুরি৷ উপজেলার মানরা
এলাকার জাহানারা বেগম বলেন, এত লোকজন স্বাস্থ্যবিধি না মেনে এক সাথে লাইনে
দাড়ালেতো করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে সকালে এসেছি
রাত হলেও টিকা দিলেই যাব৷ এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মোঃ আবুল হাসনাত মহিউদ্দিন বলেন,
অথিতের যে কোন দিনের চেয়ে আজকে করোনার টিকা নেয়ার লোকজনের উপস্থিতি অনেক
বেশী৷ সবাইকে স্বাস্থ্য বিধি মেনে ধৈর্য্য সহকারে টিকা নেয়ার জন্য বার বার
বলা হয়েছে৷ আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে টিকা রয়েছে সবাই টিকা দিয়েই বাড়ি
যাবে ইনশাআল্লাহ৷ তবে প্রচুর পরিমাণ লোক জন একদিনে আসায় আমাদের একটু
সমস্যা হচ্ছে৷ তিনি বলেন, হাসপাতালে আগত লোকের ভীর বলে দিচ্ছে করোনা ভাইরাস
প্রতিরোধে টিকার কোন বিকল্প নাই৷ উপজেলায় যাদের বয়স ২৫ বছর হয়েছে তারা
আবেদন করে টিকা নেয়ার জন্য আহ্বান করছি৷ সবাই অবশ্যই মাক্স পরিধান করে
আসবেন এবং এখনও যারা টিকা নেয়ার বাকি আছেন সবাই নিজের এবং পরিবারের কথা
চিন্তা করে টিকা নিন সুস্থ্য থাকুন৷