ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ যুবক গ্রেপ্তার
Published : Tuesday, 3 August, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
কুমিল্লার দেবিদ্বারে ৫ম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত মো. শাহীন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা রাজামেহার ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নিত্য কবিরাজের পরিত্যক্ত বাড়ীতে এ ঘটনা ঘটে। পরে সোমবার (২আগস্ট) ভোর ৪ টায় রাজামেহার এলাকার তাঁর ফুফুর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে থানা পুলিশ। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন ধর্ষণের শিকার ছাত্রীর বড় ভাই। অভিযুক্ত শাহীন মিয়া (২৩) রাজামেহার ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মো. আব্দুর রহিম ছেলে। ভুক্তভোগী ওই কিশোরীর বাড়িও একই এলাকার।
মামলার এজহার থেকে জানা যায়, অভিযুক্ত শাহীন (২৩) বিয়ের কথা বলে রাজামেহার ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নিত্য কবিরাজের পরিত্যক্ত একটি বাড়ীতে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে স্থানীয় জালাল নামে এক ব্যক্তি ওই কিশোরীর চিৎকার শুনে ওই ঘরে গেলে অভিযুক্ত শাহীন এ ঘটনা কাউকে না বলতে জালালের পায়ে ধরে অনুরোধ জানান। জালাল এ ঘটনা সবাইকে বলে দিবেন বলে জানালে অভিযুক্ত শাহীন মিয়া দৌড়ে পালিয়ে যায়। ভুক্তভোগীর ওই ছাত্রীর বড় ভাই নাজমুল হাসান জানান, স্থানীয় একটি মাদরাসার ৫ম শ্রেণীতে পড়ে তাঁর বোন। করোনার কারণে মাদরাসা বন্ধ থাকায় বাড়িতেই থাকত। অভিযুক্ত শাহীন প্রায়ই আমার বোনকে উত্তাক্ত করত। এ ঘটনার ৫দিন আগেও শাহীন পাশের বাড়ির একটি মেয়ে ধর্ষণ করে পরে এলাকার গণমান্য ব্যক্তিরা সালিশ ডেকে তা মীমাংসা করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. সোহরাব হোসেন বলেন, অভিযুক্ত শাহীন ঘটনার পর থেকে আত্মগোপন করে । পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় রাজামেহার এলাকার তাঁর ফুফুর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে দেবিদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সনের ধারা (সংশোধনী/২০০৩) এর ৯(১) রুজু করা হয়। মামলা নং-০১।

অফিসার ইনচার্জ মো.আরিফুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত শাহীনকে সোমবার ভোরে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী কিশোরীর বড় ভাই। ভুক্তভোগী কিশোরীকে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। তার মেডিক্যাল রির্পোটের জন্য কুমিল্লা  মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানোর প্রস্তুতি চলছে।