যশোরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় আল-আমিন (২২) ও আজিজুর রহমান (২৫) নামে দুই যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। সোমবার (২ আগস্ট) গভীর রাতে যশোর সদরের আবাদ কচুয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই রাতেই ঘাতক আলমগীরকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।
আহত আল-আমিন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। আজিজুর রহমানকে ওই হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
আল-আমিন বলেন, আলমগীর ভ্যান চালানোর পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রি করে আসছিলো। গ্রামের মানুষ তাকে অনেকবার নিষেধ করেছে। তারপরও সে শোনেনি। তাকে ফের নিষেধ করতে গিয়েছিলাম। তখন সে দা দিয়ে আমাকে ও আজিজুরকে কুপিয়ে আহত করে। এরপর ঘরে ঢুকে দরজা আটকে দেয়।
তিনি আরও বলেন, আমাদের চিৎকারে স্থানীয়রা এসে তার ঘর ঘিরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে আটক করে।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। মাদক বিক্রেতা আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।