মাসুদ
আলম।। কুমিল্লায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাঁড়িয়েছে। তাদের
মধ্যে মারা গেছেন ৭৪২ জন। চিকিৎসার গ্রহণের পর সুস্থ হয়েছে উঠেছে ১৬ হাজার
৮১৬ জন। এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৯২৪ জন।
তাদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৭৪
জন। এদিন করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ১৩ জন। তাদের মধ্যে আটজন
নারী ও পাঁচজন পুরুষ।
সোমবার (২ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি
বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকা,
দেবিদ্বার ও মনোহরগঞ্জে একজন এবং বরুড়া, দাউদকান্দি, মুরাদনগর, চান্দিনা,
চৌদ্দগ্রাম, আদর্শ সদর ও লালমাইতে একজন করে।
সিভিল সার্জন অফিস সূত্রে
জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে দুই হাজার
৪৩৭টি নমুনা পরীক্ষায় ৯২৪ জনের করোনা শনাক্ত হয়। এনিয়ে জেলায় করোনা
আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩০ হাজার ৮৮ জনে। আক্রান্তের হার ৩৭ দশমিক ৯
শতাংশ।
নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৭৪ জন, আদর্শ
সদরে ৪৩ জন, সদর দক্ষিণের ৩২ জন, বুড়িচংয়ে ৩৮ জন, ব্রাহ্মণপাড়ায় ২৫জন,
চান্দিনায় ৪৭জন, চৌদ্দগ্রামে ৯৭জন, দেবিদ্বারে ৫৭ জন, দাউদকান্দিতে ৪৪ জন,
লাকসামে ৫৬ জন, লালমাইতে ৪০ জন, নাঙ্গলকোটে ৫৬জন, বরুড়ায় ৬১ জন, মনোহরগঞ্জে
৩৭জন, মুরাদনগরে ৬৩জন, মেঘনায় ১৪, তিতাসে ১২জন ও হোমনায় ২৮জন রয়েছেন।
এদিকে, জেলায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ২২৫ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১৬ হাজার ৮১৬ জন।