চিকিৎসক নিয়োগে ৪২তম বিসিএসের (বিশেষ) স্থগিত হয়ে যাওয়া মৌখিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
আজ মঙ্গলবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১০ আগস্ট দুই পর্বে ৪২তম বিসিএসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমদ গণমাধ্যমকে বলেছেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়া এর আগে গত ১৮ মে প্রথমবার এই বিসিএসের ভাইভা স্থগিত করা হয়। পরে আরেক নির্দেশে ৬ জুন থেকে আবার ভাইভা শুরু হয়ে ১৩ জুলাই পর্যন্ত চলার কথা ছিল। কিন্তু ২২ জুন এ ভাইভা স্থগিত করা হয়। স্থগিত থাকা এ পরীক্ষা আগামী ১০ আগস্ট হবে। স্বাস্থ্যবিধি মেনে দুটি পর্বে সকাল ১০টা ও দুপুর ২টায় পরীক্ষা নেওয়া হবে।
করোনা পরিস্থিতি মোকাবিলায় এ বিশেষ বিসিএসের মাধ্যমে ২ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।