ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পুকুরে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যু
Published : Tuesday, 3 August, 2021 at 6:57 PM
পুকুরে গোসলে নেমে ভাই-বোনের মৃত্যুপিরোজপুরের ইন্দুররকানী উপজেলায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার পত্তাশী ইউনিয়নের ১নং পত্তাশী গ্রামে এ ঘটনা ঘটনা ঘটে। মৃতরা হলো—নাজমুল হোসাইন (৯) ও নাইমা (৭)। পত্তাশী গ্রামের দিনমজুর সরোয়ার ফরাজীর ছেলে তারা।

পরিবার জানায়, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে পুকুরে গোসলে নামে নাজমুল ও নাইমা। এ সময় তাদের মা রান্না করছিলেন। বাবা বাড়িতে ছিলেন না। গোসল করার সময় পুকুরে ডুবে যায় তারা। পরে তাদেরকে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। দ্রুত উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। 

সরোয়ার ফরাজী বলেন, ‘আমাদের মাত্র দুইডা ছেলে-মেয়ে আল্লাহ দিছে, তাও আবার কাইড়া নিলো। এখন আর কিছুই রইলো না।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়বুর রহমান জানান, তারা পানিতে ডুবে মারা গেছে। হাসপাতালে  আনার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে।