ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে করোনা আক্রান্ত হতদরিদ্র নারীর চিকিৎসার দায়িত্ব নিলেন হ্যালো ছাত্রলীগ
শাহিন আলম
Published : Tuesday, 3 August, 2021 at 8:54 PM
দেবিদ্বারে করোনা আক্রান্ত হতদরিদ্র নারীর চিকিৎসার দায়িত্ব নিলেন হ্যালো ছাত্রলীগকুমিল্লার দেবিদ্বারে করোনা আক্রান্ত এক নারীর চিকিৎসার দায়িত্ব নিয়েছেন হ্যালো ছাত্রলীগ। মঙ্গলবার বিকালে হ্যালো ছাত্রলীগের কর্ণধার কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ওই নারীর খোঁজ খবর নেন এবং চিকিৎসার সকল খরচ বহন করেন। ওই নারীর নাম মাধবী আচার্য (৫৫) পৌর এলাকার ফতেহাবাদের বাসিন্দা সন্তুষ আচার্যের  স্ত্রী।  
মাধুবি আচার্যের ছেলে পিন্টু  জানান, হ্যালো ছাত্রলীগের নেতারা এসে আমার মায়ের চিকিৎসার খোঁজ খবর নেন। এবং চিকিৎসকের সাথে কথা বলে জরুরি ওষুধপত্র কিনে দেন।
জানা গেছে, মঙ্গলবার (০৩ আগস্ট) বিকাল সাড়ে ৫টার দিকে করোনার উপসর্গ নিয়ে দেবিদ্বার সরকারি হাসপাতালে ভর্তি হোন মাধুবি আচার্য। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা.চিন্ময় সাহার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। 
আবু কাউছার অনিক  বলেন, হ্যালো ছাত্রলীগ মানবিক সব কাজ করে যাচ্ছে। ওই নারীর করোনা ভাইরাসের উপস্থিতি দেখা দিলে তার চিকিৎসাসেবার ব্যয়ভার বহন করা অসম্ভব তার পরিবারের। এএমন খবর পেলে আমরা তাৎক্ষনিক ছুটে যাই তাঁর শারীরিক অবস্থার নিয়ে চিকিৎসা করাতে যত টাকা  ব্যয় হবে তা বহনসহ যাবতীয় খরচের দায়িত্বভার গ্রহণ করে হ্যালো ছাত্রলীগ।  এ সময় উপস্থিত ছিলেন, দেবিদ্বার এস এ সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি মো. বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক শিহাব রায়হান, পৌর শাখার ছাত্রলীগের সভাপতি মো.সাব্বির আহমেদ পলাশ, সাধারণ সম্পাদক মো. নাজমুল হাসান, ছাত্রলীগ নেতা প্রণব দাস, রাতুল রহমান  আশিক রহমান, আহমেদ শুভ, আমির হোসেন প্রমুখ।