ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
Published : Wednesday, 4 August, 2021 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি ||
দাউদকান্দি উপজেলার সুন্দলপুর মডেল ইউনিয়নের বড়গোয়ালী গ্রামের এক স্কুল শিক্ষকের বাড়ী থেকে ১২ কেজি ওজনের মূল্যবান কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে মডেল থানা পুলিশ৷
জানা যায়, দাউদকান্দির চরগোয়ালী খন্দকার নাজির উদ্দিন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু ইউসুফ বুলবুল গত দেড় মাস যাবৎ ১২ কেজি ওজনের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তিটি বিক্রি করার উদ্দেশ্য নিজের কাছে গোপন করে রাখে।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালিয়ে মূল্যবান প্রাচীন বিষ্ণু মূর্তিটি উদ্ধার করেন। গত দেড় মাস আগে ড্রেজারে মাটি কাটতে গিয়ে বিষ্ণু মূর্তিটি পান ওই শিক্ষক।