বিকল ট্রলারে ১৩ ঘণ্টা সাগরে ভাসমান ৩৫ যাত্রীকে উদ্ধার
Published : Thursday, 5 August, 2021 at 12:00 AM
কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিনে ফেরার পথে বিকল ট্রলারে ১৩ ঘণ্টা সাগরে ভেসে জীবনের সঙ্গে লড়াই শেষে বাড়ি ফিরেছেন ৩৫ জন যাত্রী। বুধবার (৪ আগস্ট) ভোরে অন্য একটি ট্রলারে তাদের উদ্ধার করে সেন্টমার্টিন দ্বীপে নিয়ে আসা হয়। তবে এ সময় তাদের বহনকারী ট্রলারটি মালামালসহ সাগরে ডুবে যায়।
এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ চৌধুরী বলেন, ‘সাগরে ভেসে থাকা যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তারা সবাই সুস্থ আছেন। তবে যাত্রী বহনকারী ট্রলারটি সাগরে ডুবে গেছে বলে শুনেছি।’
ট্রলারে থাকা যাত্রীরা জানান, মঙ্গলবার দুপুরে টেকনাফ পৌরসভার খায়ুকখালী ঘাট থেকে ৩৫ জন যাত্রী নিয়ে মাঝি মো. ইলিয়াস সেন্টমার্টিনের উদ্দেশে রওনা দেন। ট্রলারটি একঘণ্টা পর বঙ্গোপসাগরের মিয়ানমার সীমান্ত ঘেঁষা নাইক্ষংদিয়ার পাশের চরে পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর সেন্টমার্টিন থেকে অপর একটি ট্রলার উদ্ধারে গেলে সেটিও চরে আটকে পড়ে। পরে আরও দুটি ট্রলার যাত্রীবাহী ট্রলারটিকে উদ্ধারে তৎপরতা চালায়। এ সময় কোস্ট গার্ড সদস্যরা সহতায়তা করেন। সর্বশেষ ১৩ ঘণ্টা পর বুধবার ভোরে যাত্রীদের অন্য একটি ট্রলারে উদ্ধার করে নিয়ে আসা হয়।
ট্রলারে থাকা যাত্রী মো. আবদুল্লাহ ওরফে সরকার বলেন, ‘মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছি আমরা। ট্রলার আটকা পড়ার সময় ঝড়ো বৃষ্টি শুরু হলে উত্তাল সাগরের বুকে এদিক-ওদিক ঘুরপাক খেতে থাকলে অনেকে অসুস্থ হয়ে পড়েন। এতে মনে হয়েছিল, মৃত্যুর মুখোমুখি আমরা। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি, সবাই প্রাণে ফিরেছি। একমাত্র ট্রলারে থাকা লোকজনই জানেন, প্রতিটা মুহূর্তে মৃত্যুর কেমন আশঙ্কা ছিল।’
সেন্টমার্টিন বোট মালিক সমিটির সভাপতি মোহাম্মদ রশিদ জানান, বুধবার ভোরে অন্য একটি ট্রলারে যাত্রীদের উদ্ধার করে নিয়ে আনা হয়েছে। তবে ট্রলারটি সাগরে ডুবে গেছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ বলেন, ‘সাগরে আটকা যাত্রীরা সবাই নিরাপদে বাড়ি ফিরেছেন।’