কুমিল্লার টিকা কেন্দ্রগুলোতে মানুষের উপচে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। সকাল থেকে প্রচন্ড রোদে লাইনে দাঁড়িয়ে টিকা নিয়েছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তবে টিকা গ্রহণের ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানার কোন প্রবণতা লক্ষ্য করা যায়নি। তারপরও টিকা নিতে পেরে মানুষের মাঝে স্বস্তি দেখা গেছে। টিকা পেয়েই রোদে দাঁড়িয়ে দীর্ঘ লাইনে থাকার কষ্ট ভুলে গেছেন টিকা গ্রহীতারা।
সরেজমিনে দেখা গেছে, টিকা গ্রহীতাদের দীর্ঘ লাইন কুমিল্লার সিভিল সার্জন কার্যালয়ের পূর্বপাশ থেকে থেকে এঁকে বেঁকে কার্যালয়ের সামনে দিয়ে পুকুর পাড় হয়ে হাসপাতাল পর্যন্ত গিয়েছে। মহিলা ও পুরুষ দুই সারিতে আলাদাভাবে দাঁড়িয়েছেন। একই সময়ে কুমিল্লা সদর হাসপাতালেও টিকা দেওয়া হচ্ছে। দীর্ঘ লাইনে কারো কারো বিরুদ্ধে সিরিয়াল ভঙ্গের অভিযোগও রয়েছে। আইনশৃংখলাবাহিনীর সদস্যরা ও স্বেচ্ছাসেবীরা এ শৃংখলাবজায় রাখতে হিমশিম খাচ্ছেন। অন্যদিন সকাল ৯টা থেকে টিকা দিলেও এখন থেকে সকাল ৮টা থেকে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ে এ টিকাদান কার্যক্রম শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।
কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জানিয়েছেন এ পর্যন্ত শুধুমাত্র কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রায় ৮০ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। আগামী ৩/৪ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করেছে এমন ৩০ হাজার ব্যক্তিকে টিকা দেওয়ার প্রস্তুতি রয়েছে। শুক্রবারও টিকা কার্যক্রম চলবে।