Published : Wednesday, 4 August, 2021 at 1:33 PM, Update: 04.08.2021 1:37:30 PM
কুমিল্লায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। জেলার কোতয়ালি থানার আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয় ।
জানা যায়, অভিনব কায়দায় পাকস্থলীতে করে ইয়াবা ট্যাবলেট পরিবহনের সময় এই মাদক ব্যবসায়ীকে আটক করে। তার পাকস্থলী থেকে চিকিৎসকের মাধ্যমে ৪,৩৭৫ পিস ইয়াবা ট্যাবেলট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো চট্টগ্রাম জেলার লোহাগাড়া থানার দক্ষিণ হরিনা গ্রামের মৃত হাজী আশরাফ আলীi ছেলে মোঃ ইকবাল হোসেন (৩৯)।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, আটক মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ পাকস্থলীতে করে অভিনব কায়দায় ইয়াবা ট্যাবলেট পরিবহন করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
তিনি আরও বলেন,এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।