ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচংয়ে অটোচালককে গলা কেটে হত্যা
হাত-পা বাঁধা লাশ পড়েছিল বিলে
Published : Wednesday, 4 August, 2021 at 12:00 AM, Update: 04.08.2021 12:56:01 AM
বুড়িচংয়ে অটোচালককে গলা কেটে হত্যাবুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে সাকিব গাজী (১৮) নাকে ব্যাটারি চালিত অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সরকালে উপজেলার নানুয়ার বাজারের দক্ষিণে ইন্দ্রবতী এলাকায় গোমতী নদীর বাঁধ সংগলœ একটি বিল থেকে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা এটি একটি পরিকল্পিত হত্যাকা-। দুর্বৃত্তরা হাত-পা বেঁধে রগ ও গলাকেটে হত্যার পর তার লাশ বিলে ফেলে যায়।
হত্যাকা-ের শিকার সাকিব গাজী ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার মোকলেছপুর গ্রামের বিল্লাল গাজীর ছেলে। তার পরিবার কুমিল্লার ধর্মপুর এলাকার ‘বন্ধন বিলাশ’ নামক একটি ভবনের নিচতলায় ভাড়া থাকেন। ধর্মপুরের ভাড়া বাসায় থেকেই কিশোর সাকিব গাজী কুমিল্লায় ব্যাটারি চালিত অটোরিকশা চালিয়ে সংসারের ব্যয় ভার বহন করতো।
বুড়িচং থানার তদন্ত পরিদর্শক মোহাম্মদ মাকছুদ আলম জানান, সকালে গোমতী নদীর বাঁধ সংলগ্ন ইন্দ্রবতী এলাকার বিলে অজ্ঞাত কিশোরের লাশ ভাসতে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে হাত-পা বাঁধা ও গলাকাটা একটি লাশ উদ্ধার করে। পুলিশ তার পরিচয় জানার জন্য  কাজ শুরু করলে ঘন্টা দুয়েক পর ব্যাটারি চালিক অটোরিকশা চালক সাকিব গাজীর লাশ নিতে আসে তার বাবা-মা। পরে পুলিশ তার পরিচয় সনাক্তে নিশ্চিত হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- এটি ছিলো পরিকল্পিত হত্যাকা-। হাত-পা বেঁধে রগ ও গলাকেটে মৃত্যু নিশ্চিতের পর বিলে ফেলা দিয়েছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে রাতের কোনো একসময় তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।