Published : Wednesday, 4 August, 2021 at 12:00 AM, Update: 04.08.2021 12:56:14 AM
জহির
শান্ত: কুমিল্লায় একদিনে আরো ১১৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এটাই
এযাবৎকালে কুমিল্লায় একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। এর আগে গত ২৯
জুলাই কুমিল্লায় একদিনে সর্বোচ্চ ৯৬৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিলো।
প্রথমবারের মতো কুমিল্লায় করোনা আক্রান্তের সংখ্যা একদিনে হাজার ছাড়ালো।
মঙ্গলবার (৩ আগস্ট) জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে এ তথ্য।
এছাড়াও গত ২৪ ঘন্টায় কুমিল্লায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন নারী, ৫ জন পুরুষ।
এ নিয়ে কুমিল্লায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৩১ হাজার ২৭৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৭ হাজার ১৭১ জন, প্রাণ হারিয়েছেন ৭৫০ জন।
কুমিল্লার
সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন জানান, কুমিল্লা মেডিক্যাল কলেজ
হাসপাতালের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ৩৭৩২টি নমুনা টেস্টের রেজাল্ট আসে।
এর মধ্যে ১১৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৯ শতাংশ।
সংক্রমণ বাড়তে থাকা কুমিল্লায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান
তিনি।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় আক্রান্ত
১১৯০ জনের মধ্যে ৩৫২ জনই কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বাসিন্দা। এছাড়াও
কুমিল্লা সদর উপজেলায় ৩৭ জন, সদর দক্ষিণ উপজেলায় ১৬জন, বুড়িচং উপজেলায় ৫৫
জন, ব্রাহ্মণপাড়া উপজেলায় ৪২ জন, চান্দিনা উপজেলায় ৪৫ জন, চৌদ্দগ্রাম
উপজেলায় ২৩ জন, দেবিদ্বারে ৫৩ জন, দাউদকান্দিতে ৬৯ জন, লাকসামে ৭৮ জন,
লালমাইয়ে ৪৫ জন, নাঙ্গলকোটে ৬৯ জন, বরুড়ায় ৯৬ জন, মনোহরগঞ্জে ৩৪ জন,
মুরাদনগরে ৬৮ জন, মেঘনায় ২৫ জন, তিতাসে ২৯ জন এবং হোমনা উপজেলায় ৫৪ জন
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়াও গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ৩৫৫ জন করোনা
রোগী সুস্থ হয়েছেন বলেও জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।