ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় চার টন মাদক উদ্ধারে জেলা পুলিশের মাইলফলক অর্জন
নিজস্ব প্রতিবেদক
Published : Wednesday, 4 August, 2021 at 2:51 PM
কুমিল্লায় চার টন মাদক উদ্ধারে জেলা পুলিশের মাইলফলক অর্জনকুমিল্লায় চার টন মাদক উদ্ধারের মাইল ফলক অর্জন করেছে জেলা পুলিশ। 'একটি গ্রাম থেকে একটি দেশ, মাদকমুক্ত বাংলাদেশ' এ স্লোগানে মাদকের বিরুদ্ধে একের পর এক অভিযান চালিয়ে বেশ সফলতা অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশের সদস্যরা।
ইতোমধ্যে চার টন মাদক উদ্ধারের মাইলফলক অর্জন করেছে তারা। পাশাপাশি মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ১শত ৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিগত ৭ মাসে কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব মাদক উদ্ধার ও সংশ্লিষ্টদের আটক করা হয়।
বুধবার কুমিল্লা জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
বিগত ৭ মাসে ৪ হাজার ২৯ কেজি গাঁজা, ১ লাখ ৪৮ হাজার ৬৩২ পিস ইয়াবা, ৮ হাজার ৭১০ বোতল ফেনসিডিল, ৫৬৯ লিটার দেশীয় মদ, ৩০৬ বোতল হুইস্কি, বিয়ার ৭৯৯ বোতল, বিদেশি মদ ৪৬৫ বোতল, ইস্কাপ সিরাপ ২ হাজার ৫২৪ বোতল উদ্ধার করেছে পুলিশ। আটককৃত মাদকের বাজার মূল্য ১১ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৬শ' টাকা।