ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনা-উপসর্গে বগুড়ায় আরও ১৩ জনের মৃত্যু
Published : Wednesday, 4 August, 2021 at 2:44 PM
করোনা-উপসর্গে বগুড়ায় আরও ১৩ জনের মৃত্যু বগুড়ায় করোনা ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় সাতজন ও উপসর্গে ছয়জন মারা যান।

বুধবার (৪ আগস্ট) দুপুর ১২টায় জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২ নমুনা পরীক্ষায় ৪৮ জন ও অ্যান্টিজেন পরীক্ষায় ১৬৬ নমুনায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২২ নমুনায় ১১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।’

সিভিল সার্জন বলেন, ‘গত ২৪ ঘণ্টয় জেলায় ৪৭৪ নমুনা পরীক্ষায় নতুন করে ৮৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদরে ৫৯ জন, শেরপুরে ১১ জন, শাজাহানপুরে ছয়জন, দুপচাঁচিয়ায় তিনজন, কাহালুতে তিনজন, গাবতলীতে দুইজন, শিবগঞ্জে দুইজন ও নন্দীগ্রামে একজন করে করোনায় আক্রান্ত হয়েছেন।’

জেলায় এখন পর্যন্ত ১৯ হাজার ২৮৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৩৪১ জন। মারা গেছেন ৫৮৭ জন।