ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
অনেক খুঁজেও নিজ দেশের ম্যাচ দেখতে পারেননি অসি অধিনায়ক
Published : Wednesday, 4 August, 2021 at 2:17 PM
অনেক খুঁজেও নিজ দেশের ম্যাচ দেখতে পারেননি অসি অধিনায়কশেষ মুহূর্তে চোট না পেলে দলের সঙ্গে তিনিও আসতেন বাংলাদেশে, নেতৃত্ব দিতেন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে। কিন্তু হাঁটুর ইনজুরিতে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

দেশে ফিরে ফিঞ্চের আশা ছিল, অন্তত টিভিতে দেখতে পারবেন নিজ দেশের খেলা। কিন্তু সেটিও সম্ভব হয়নি। কেননা অস্ট্রেলিয়ার কোনো টিভি চ্যানেল চলতি সিরিজের সম্প্রচার স্বত্ব কেনেনি। যার ফলে অস্ট্রেলিয়ায় বসে টিভিতে ম্যাচগুলো দেখার সুযোগ নেই।

তবু ক্রিকেট অস্ট্রেলিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল, ইউটিউবের মাধ্যমে অস্ট্রেলিয়ায় বসে দেখা যাবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। কিন্তু ম্যাচ শুরুর পর দেখা গেছে, এ খবরও সত্য নয়। অস্ট্রেলিয়ায় বসে ইউটিউবে দেখা যায়নি বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ।

তাই ম্যাচ চলাকালীন সময়েই খেলা দেখতে না পারা আক্ষেপের কথা জানিয়েছেন ফিঞ্চ। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘কোথাও খুঁজে পাচ্ছি না। ভেবেছিলাম অস্ট্রেলিয়ায় ইউটিউবের মাধ্যমে ম্যাচটা দেখা যাবে...’

ফিঞ্চের এ টুইটের নিচে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ও পুরুষ দলের পেসার মিচেল স্টার্কের স্ত্রী এলিসা হিলি। তিনি লিখেছেন, ‘আমিও খুঁজে পাচ্ছি না। হাহাহা।’

অবশ্য মঙ্গলবারের ম্যাচটি দেখতে না পারলেও খেলা শেষে ফলাফল নিশ্চয়ই জেনেছেন ফিঞ্চ-হিলিরা। নিজ দলের পরাজয় সরাসরি টিভিতে দেখতে নিশ্চয়ই ভালো লাগতো না তাদের।