ভবন থেকে পড়ে ঠিকাদারের মৃত্যু
Published : Thursday, 5 August, 2021 at 12:00 AM
মৌলভীবাজারের জুড়ীতে অসতর্কতায় প্রাণ গেল বৈদ্যুতিক কাজের এক ঠিকাদারের।
বুধবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের বিজন বিহারী ভট্টাচার্যের চারতলা ভবনের ছাদে কাজ তদারকি করছিলেন ঠিকাদার সুমন বিশ্বাস (২৫)। অসাবধানতাবশত তিনতলা থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত সুমন একই উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাবু লাল বিশ্বাসের ছেলে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হবে।