Published : Thursday, 5 August, 2021 at 12:00 AM, Update: 05.08.2021 12:21:33 AM
মাসুদ আলম।।
কুমিল্লায় চার টন গাঁজাসহ সাড়ে ১১ কোটি টাকার মাদক উদ্ধারের মাইল ফলক অর্জন করেছে জেলা পুলিশ। একটি গ্রাম থেকে একটি দেশ, মাদকমুক্ত বাংলাদেশ' এ স্লোগানে মাদকের বিরুদ্ধে একের পর এক অভিযান চালিয়ে বেশ সফলতা অর্জন করেছে কুমিল্লা জেলা পুলিশের সদস্যরা।
ইতোমধ্যে চার টন মাদক উদ্ধারের মাইলফলক অর্জন করেছে তারা। পাশাপাশি মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই হাজার ১৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (৪ আগস্ট) জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ২ জানুয়ারি থেকে ১ আগস্ট পর্যন্ত কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে এসব মাদক উদ্ধার ও সংশ্লিষ্টদের আটক করা হয়।
জেলা পুলিশের ডিআইও ওয়ান মাঈন উদ্দিন খান জানান, গত দুই জানুয়ারি থেকে এই সময়ের মধ্যে চার হাজার ২৯ কেজি গাঁজা, এক লাখ ৪৮ হাজার ৬৩২ পিস ইয়াবা ট্যাবলেট, ৮ হাজার ৭১০ বোতল ফেনসিডিল, ৫৬৯ লিটার দেশীয় মদ, ৩০৬ বোতল হুইস্কি, বিয়ার ৭৯৯ বোতল, বিদেশি মদ ৪৬৫ বোতল, ইস্কাপ সিরাপ দুই হাজার ৫২৪ বোতল উদ্ধার করেছে পুলিশ। আটককৃত মাদকের বাজার মূল্য ১১কোটি ৪৩ লাখ ৫০ হাজার ৬০০ টাকা।
এবিষয়ে জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ভারত-বাংলাদেশের সবচেয়ে বড় সীমান্তবর্তী জেলা কুমিল্লা। এ কারণে সীমান্ত ডিঙ্গিয়ে চলে আসে মাদক। তবে আমরা মাদকের বিরুদ্ধে সব সময় সোচ্চার রয়েছি। মাদকে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।