ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে ৯ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার
Published : Thursday, 5 August, 2021 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
দাউদকান্দিতে ৯ কেজি গাঁজাসহ ১ জনকে গ্রেফতার করেছে হাইওয়ে থানা পুলিশ। বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে সার্জেন্ট শাহাদাত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করেন।
দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল হক জানান, গৌরীপুর বাসষ্ট্যান্ডে সন্দেহজনক একটি সিএনজি অটো রিক্সার যাত্রীকে আটক করেন সার্জেন্ট শাহাদাত হোসেন। পরে তল্লাশি চালিয়ে ব্যাগে ভিতর কস্টাপে মোড়ানো দুইটি প্যাকেটে ৯ কেজি গাঁজাসহ জহির মিয়া (৪০) কে গ্রেফতার করেন।
আটককৃত জহির মিয়া বি-বাড়িয়া জেলার কসবা থানার মন্দবাগ গ্রামের ইদন মিয়ার ছেলে। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের করা হবে।