ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীদের হামলায় চার পুলিশ আহত গ্রেফতার ৩
Published : Thursday, 5 August, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
ব্রাহ্মণপাড়ায় মাদকের একাধিক মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেপ্তার করতে গেলে মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগিদের হামলায় পুলিশের ৪ সদস্য আহত হয়েছে।এবং ঘটনাস্থল থেকে হামলাকারীদের মধ্য থেকে ৩ জনকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানাপুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল ৩ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা রাতে ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা রামচন্দ্রপুর এলাকায়।
এব্যাপারে পুলিশের কর্তব্য কাজে বাধা দেওয়ায় ও পুলিশের উপর হামলার ঘটনায় ৪ আগস্ট বুধবার এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে ১০ জনকে এজহার নামীয় ও অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামি করে ব্রাহ্মণপাড়া থানায় মামলা দায়ের করেছে। মামলার এজাহার সূত্র জানা যায়,
থানার অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা'র নির্দেশে মঙ্গলবার সন্ধ্যায় থানার এসআই মোঃ সাইফুল ইসলাম, এসআই কামাল হোসেন সঙ্গীয় ফোর্সসহ পুলিশের একটি দল উপজেলার চান্দলা রামচন্দ্রপুর এলাকায় মাদকের একাধিক মামলার আসামীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরাসহ তাদের ১৫/২০ জন সহযোগী দেশীয় অস্ত্র দা, রামদা, লাঠি-সোটা নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এসময় তাদের হামলায় ৪ পুলিশ সদস্য আহত হয় এবং পুলিশের ব্যবহৃত ২ টি মোটর সাইকেল ভাংচুর করা হয়। আহত পুলিশ সদস্যরা হল- এসআই সাইফুল ইসলাম, এসআই কামাল হোসেন, এএসআই কৃষ্ণ সরকার ও কনষ্টেবল নুরুজ্জামান। হামলাকারীরা আহতদের শরীরের বিভিন্ন স্হানে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। তাৎক্ষণিক থানা থেকে থানার ওসিসহ অতিরিক্ত পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং ঘটনাস্থল থেকে ৩ আসামীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিরা হল- ব্রাহ্মণপাড়া থানার চান্দলা রামচন্দ্রপুর এলাকার মৃত সৈয়দ আহাম্মদের ছেলে আবুল কালাম আজাদ প্রকাশ খোকন(৪৯), উপজেলার চান্দলা হুরারপার এলাকার আবু জাহেরের ছেলে ইকবাল হোসেন(২৭), চান্দলা ধলগ্রাম এলাকার জাহাঙ্গীর আলীর ছেলে এনামুল হক(২৫)।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামী আবুল কালাম আজাদ প্রকাশ খোকনের বিরুদ্ধে নোয়াখালী বেগমগঞ্জ থানায় ২০১২ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা রয়েছে, ইকবাল হোসেনের বিরুদ্ধে ২০১৩ সালে ব্রাহ্মণপাড়া থানায় এবং ২০২০ সালে বুড়িচং থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দুইটি মামলা এবং
পলাতক আসামী লোকমান হোসেন খানের বিরুদ্ধে ৫টি মাদকের মামলা, ২০১৩ সালের খিলগাঁও থানায় নারী ও শিশু নির্যাতনসহ মোট ৬ টি মামলা চলমান রয়েছে বলে পুলিশ জানায়।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের ওপর হামলার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবগত করেছি। বুধবার সকালে কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (আপরাধ) তানভির আহাম্মদ ও (দেবিদ্দার-ব্রাহ্মণপাড়া) সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ আমিরুল্লাহ মহোদয়কে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তীতে হাসপাতালে এসে আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নিয়েছেন উর্ধ্বতন কর্তৃপক্ষরা। বুধবার সকালে আটককৃত আসামীদেরকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।