ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে ব্যতিক্রমী আয়োজনে দুই পুলিশ কনস্টেবলকে বিদায়
Published : Thursday, 5 August, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ।।
চাকুরী জীবনের দীর্ঘ ৩৯ বছর শেষে এক ব্যাতিক্রমি বিদায় অভিনন্দনের মধ্যদিয়ে অবসর নিয়ে ফুল আর রঙ্গিন বেলুন সজ্জিত সরকারি গাড়িতে চড়ে নিজ বাড়িতে ফিরেছেন কুমিল্লার মুরাদনগর থানায় কর্মরত থেকে অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল হেলাল উদ্দিন ও জাকির হোসেন। তার সহকর্মীরা সম্মান জনক ভাবে দুই পুলিশ সদস্যকে তার পরিবার ও স্বজনদের মাঝে পৌঁছে দেয়ার জন্য থানার সরকারি গাড়িটিকে ফুল ও রঙ বে-রঙের বেলুনে সজ্জিত করা হয়।
সোমবার বিকালে ব্যতিক্রমী এ অভিনন্দন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আনন্দঘন পরিবেশে ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান। মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমানের সভাপতিত্বে এসআই আবু হেনা মোস্তাফা রেজার উপস্থাপনায় বিদায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোকাদ্দেস হোসেন প্রমুখ।
বিদায় সম্মাননা ও অভিনন্দন অনুষ্ঠান শেষে ওসি সাদেকুর রহমান তাদেরকে গাড়িতে তুলে দেন এবং গ্রামের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। বিদায়ের সময় উৎসুক জনতার দৃষ্টি ছিল সাজানো পুলিশের ওই গাড়ির দিকে৷ পুলিশ সদস্যদের এমন বিদায় জানানোর জন্য ওসি সাদেকুর রহমানের প্রশংসা করেন মুরাদনগরবাসী।
পুলিশ কনস্টেবল হেলাল উদ্দিন ও জাকির হোসেন অনুভূতি ব্যাক্ত করে বলেন, বিগত ৩৯ বছর বাংলাদেশ পুলিশ বাহিনীতে শ্রম দিয়েছি। চাকুরী জীবন ছেড়ে আসার সময় আমার সহকর্মীরা আমাকে যে সম্মান দিয়েছেন সে অনুভূতি প্রকাশের ভাষা আমার নেই। তবে ওসি স্যার ও সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
মুরাদনগর থানার ওসি সাদেকুর রহমান দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, ব্যাতিক্রমি আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে অবসরপ্রাপ্ত দুই পুলিশ কনস্টেবলকে বিদায় দিতে পেরে আমি আনন্দিত। আমি তাদের উজ্জল ভবিষ্যত কামনা করি।