Published : Thursday, 5 August, 2021 at 12:00 AM, Update: 05.08.2021 12:22:07 AM
মাসুদ
আলম।। কুমিল্লায় ২৪ ঘন্টার নতুন করে আরও ৭০৭ জন করেনায় আক্রান্ত হয়েছেন।
তাদের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় আক্রান্ত ১১৪ জন। এর ফলে
কুমিল্লা জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩১ হাজার ৯৮৫
জনে। আক্রান্তের হার বেড়ে ৩২ দশমিক ৬ শতাংশে পোঁছেছে। দৈনিক আক্রান্তের
তুলনায় সুস্থতার সংখ্যা খুবই কম। মঙ্গলবার করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়েছে
২৩৪ জন। একই দিন করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারালেন আরও ৭ জন। তাদের মধ্যে
পাঁচজন নারী এবং দুইজন পুরুষ। বুধবার (৩ আগস্ট) বিকেলে জেলা সিভিল সার্জন
ডা. মীর মোবারক হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪
ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় তিন নারী এবং
চান্দিনা, সদর দক্ষিণ, দেবিদ্বার ও বরুড়ায় একজন করে মারা গেছেন। সিভিল
সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা মেডিকেল কলেজ
হাসপাতালের ল্যাবে দুই হাজার ১৭১টি নমুনা পরীক্ষায় ৭০৭ জনের করোনা শনাক্ত
হয়। এনিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩১ হাজার ৯৮৫ জনে।
আক্রান্তের হার ৩২ দশমিক ৬ শতাংশ।
নতুন আক্রান্তদের মধ্যে কুমিল্লা সিটি
কর্পোরেশনে ১১৪ জন, আদর্শ সদরে ১২ জন, সদর দক্ষিণে ১৯ জন, বুড়িচংয়ে ৪০
জন, ব্রাহ্মণপাড়ায় ২৪জন, চান্দিনায় ২৬জন, চৌদ্দগ্রামে ৫৬জন, দেবিদ্বারে ২৯
জন, দাউদকান্দিতে ৩৯ জন, লাকসামে ৬৭ জন, লালমাইতে ২৯ জন, নাঙ্গলকোটে ৬৮জন,
বরুড়ায় ৬৪ জন, মনোহরগঞ্জে ৩৩জন, মুরাদনগরে ৩৯জন, মেঘনায় ২০ জন, তিতাসে
১৮জন ও হোমনায় ১০জন রয়েছেন।
এদিকে, জেলায় নতুন করে সুস্থ হয়েছেন আরও ২৩৪ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ১৭ হাজার ৪০৫ জন।