ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ১২ জনের মৃত্যু, শনাক্ত ২৩১
Published : Thursday, 5 August, 2021 at 12:31 PM
 কুষ্টিয়ায় করোনা ও উপসর্গে ১২ জনের মৃত্যু, শনাক্ত ২৩১কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গ নিয়ে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ৯ জন এবং উপসর্গ নিয়ে মারা গেছেন তিন জন।

এছাড়াও একই সময়ে জেলায় নতুন করে আরও ২৩১ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদিন জেলায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৯ দশমিক ১৫ শতাংশে।
আজ বৃহস্পতিবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল মোমেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া সবাই কুষ্টিয়া করোনা ডেডিকেটেড ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও অন্যান্য স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন।

তিনি আরও জানান, বর্তমানে হাসপাতালে ২৭৭ জন ভর্তি আছেন। জেলায় হোম আইসোলেশনে আছেন দুই হাজার ৯৮৮ জন। কুষ্টিয়ায় এ পর্যন্ত ১৫ হাজার ৫০৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৫৮৯ জন।