ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরিশালে একদিনে সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু, শনাক্ত ৮৫৮
Published : Thursday, 5 August, 2021 at 12:56 PM, Update: 05.08.2021 12:59:35 PM
বরিশালে একদিনে সর্বোচ্চ ৩২ জনের মৃত্যু, শনাক্ত ৮৫৮বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ৩২ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটিই বিভাগে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এদিন নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫৮ জন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা-সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন ১৯ জন। এদের মধ্যে দুইজন আক্রান্ত ও ১৭ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া ১৮৯ নমুনা পরীক্ষা করে ৯১ জন পজিটিভ হন।

বিভাগে ২৪ ঘণ্টায় সংক্রমণের হার সবচেয়ে বেশি বরিশাল জেলায়। বরিশালে ৭০৮ নমুনা পরীক্ষায় নতুন করে ৩৩৫ জন শনাক্ত হন। এছাড়া ভোলায় ১৭৬, পটুয়াখালীতে ১৮২, পিরোজপুরে ৭৪, বরগুনায় ৬৪ এবং ঝালকাঠিতে ২৭ জন পজিটিভ হয়েছেন।

এর আগে (২ আগস্ট) বিভাগে একদিনে মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছিল ৩১ জনের।