ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
খুলনায় একদিনে আরও ৩৪ জনের মৃত্যু
Published : Thursday, 5 August, 2021 at 1:37 PM
খুলনায় একদিনে আরও ৩৪ জনের মৃত্যুখুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৮১৭ জন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় ৯, যশোরে ছয়, খুলনা ও মেহেরপুরে চারজন করে; মাগুরা ও ঝিনাইদহে তিনজন করে; বাগেরহাট ও নড়াইলে দুইজন করে এবং চুয়াডাঙ্গায় একজন মারা গেছেন।

এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৯৭ হাজার ৬৯৩ জন। ভাইরাসটিতে দুই হাজার ৫৫৪ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৭৫ হাজার ৩২০ জন।