ব্রাজিলের রবসন রবিনহো ও আর্জেন্টিনার রাউল অস্কার বেসেরা এক জার্সিতে খেললেও মাঠে তাদের চলছে ব্যক্তিগত অর্জনের লড়াই। বাংলাদেশ প্রিমিয়ার লিগে বসুন্ধরা কিংস চ্যাম্পিয়ন হবে সেটা এক প্রকার নিশ্চিত। তবে সর্বোচ্চ গোলদাতা কে হবেন গতবারের চ্যাম্পিয়ন দলের দুই ফরোয়ার্ড রবসন ও রাউলের মধ্যে সে লড়াইটা ভালই জমেছেন।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ৩-০ ব্যবধানে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়েছে। তিন গোলের একটি করে রবসন ও রাউল, আরেকটি ব্রাজিলের আরেক ফুটবলার জোনাথন ফার্নান্দেজ।
নামের পাশে ১৭ গোল নিয়ে এ ম্যাচ খেলতে নেমেছিলেন রবসন, ১৫ টি রাউলের। ম্যাচ শেষে রবসনের গোল ১৮, রাউলের ১৬। আর জিতে বসুন্ধরা কিংস ৫২ পয়েন্ট নিয়ে দূরত্ব আরো বাড়ালো পেছনে থাকাদের সঙ্গে।ৎ
আগের ম্যাচটা হেরে গিয়েছিল বর্তমান চ্যাম্পিয়নরা। তাদের প্রথম হারের তেঁতো স্বাদ দিয়েছিল চট্টগ্রাম আবাহনী। এক ম্যাচ পরই আবার সমহিমায় কিংস, ১৯ ম্যাচে ১৭ তম জয়।
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র পয়েন্ট টেবিলে ১১ নম্বরে ছিল, সেখানে আছে ১৪ পয়েন্ট নিয়ে। রেলিগেশনের ফাঁদ থেকে বাঁচতে দলটির দরকার আরো কিছু পয়েন্ট। এখনো খেলা বাকি ৬ টি।