দিনাজপুরের হাকিমপুরে মাদকসহ একই পরিবারের মা, মেয়ে ও ছেলেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় হাকিমপুর উপজেলার দক্ষিন বাসুদেবপুর (ক্যাম্পপট্টি) এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন চায়না বেগম (৪৫), শাহিনুর রহমান স্মৃতি (২৬) ও মোহাব্বত আলী (১৮)। সকলের ঠিকানা উপজেলার দক্ষিন বাসুদেবপুর (ক্যাম্পপট্টি) এলাকায়।
হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, উপজেলার দক্ষিন বাসুদেবপুর (ক্যাম্পপট্টি) এলাকায় এক বাড়িতে মাদক বিক্রি হচ্ছে। পরে পুলিশের একটি টিম সেখানে অভিযান চালিয়ে মা, মেয়ে ও ছেলেকে ৮৩ গ্রাম হেরোইন ও ১১০০ পিস নেশা জাতীয় ইয়াবাসহ তাদের আটক করা হয়। পরে মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।