ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৩৮ বছর পর বাবা-মায়ের গান মেয়ের কণ্ঠে
Published : Thursday, 5 August, 2021 at 7:24 PM
৩৮ বছর পর বাবা-মায়ের গান মেয়ের কণ্ঠেকিংবদন্তি সংগীত পরিচালক আলাউদ্দিন আলীর প্রথম মৃত্যুবার্ষিকী ৯ আগস্ট। দিনটিকে স্মরণ করে একটি বিশেষ উদ্যোগ নিয়েছেন আলী কন্যা আলিফ।

বাবার মতো আলিফের মা নন্দিত নজরুলসংগীতশিল্পী সালমা সুলতানাও বেঁচে নেই (২৯ সেপ্টেম্বর ২০১৬)। মূলত দুটো বিষয় এক করার প্রয়াসে ৩৮ বছরের পুরনো একটি গান কণ্ঠে তুলেছেন এই দম্পতির যোগ্য উত্তরসূরি আলিফ। 

গানটির নাম ‘তুমি চলে গেছ আমারে কাঁদিয়ে’।

সালমা সুলতানার কণ্ঠে গানটি ১৯৮৩ সালে বিটিভি’র জন্য তৈরি করেছেন আলাউদ্দিন আলী। লিখেছেন আলী নিজেই। আর সেটি এবার নতুন সংগীতায়োজনে ভিডিওসহ অবমুক্ত হচ্ছে ইউটিউব চ্যানেলে।

 
আলিফ আলাউদ্দিন  বলেন, ‘আব্বু চলে যাওয়ার এক বছর হয়ে যাচ্ছে। এদিকে মাথায় ঘুরছে এমন কি করা যায়, যাতে ওপারে থেকেও আব্বু খুশি হবেন। আম্মুও। সেই ভাবনা থেকেই আমার অসম্ভব প্রিয় এই গানটি নতুনকরে গাইলাম। আমি জানি, তারাও এই গানটিকে অনেক ভালোবাসতেন।’

আলিফ জানান, গানটির নতুন সংগীতায়োজন করেছেন তারই স্বামী কাজী ফয়সাল আহমেদ। স্ত্রী আলিফকে মডেল করে ভিডিও নির্মাণ করেছেন তিনিই।

বিশেষ গানচিত্রটি প্রকাশ হচ্ছে ৮ আগস্ট আলিফ আলাউদ্দিনের ইউটিউব চ্যানেলে।