ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পরীমণি ও রাজকে নিয়ে বনানী থানায় র‌্যাব
Published : Thursday, 5 August, 2021 at 7:28 PM
পরীমণি ও রাজকে নিয়ে বনানী থানায় র‌্যাবচিত্রনায়িকা পরীমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ গ্রেফতার চারজনকে নিয়ে বনানী থানায় গেছে র‌্যাব।

বৃহস্পতিবার বিকালে পৌনে ৬টার দিকে তাদের নিয়ে বনানী থানায় যান র‌্যাব সদস্যরা।

ইতোমধ্যে পরীমণি, রাজসহ চারজনের বিরুদ্ধে মাদক ও পর্নোগ্রাফি আইনে পৃথক তিনটি মামলা প্রক্রিয়াধীন। বিকাল সোয়া ৫টার দিকে র‌্যাব সদর দপ্তর থেকে তাদের থানার উদ্দেশে নেওয়া হয়।
বুধবার বিকালে সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে পরীমণির বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ অন্যান্য মাদক উদ্ধার করা হয়। এরপর প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসা থেকেও মাদক ও সিসার সরঞ্জাম জব্দ করা হয়।

বুধবার রাত সোয়া ৮টার দিকে বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

অভিযানের প্রথম দিকে পরীমণি র‌্যাবকে কোনো সহযোগিতা করেননি। পরে তার ঘর তল্লাশি করে ফ্ল্যাটের কেবিনেট থেকে বিদেশি মদ, লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি) এবং আইস মাদক উদ্ধার করা হয়।