বরুড়া গাউছিয়া কমিটি মানবিক টিমকে গামবুট দিলেন ওরাই আপনজন সংগঠন
Published : Monday, 9 August, 2021 at 12:00 AM
মোঃ ইলিয়াছ আহমদ, বরুড়া ||
মৃত ব্যক্তিদের গোসলের কাজে ব্যবহারের জন্য ওরাই আপনজন সংগঠন বরুড়ার পক্ষ থেকে গাউছিয়া কমিটি মানবিক টিমকে ৫ জোড়া গাম বুট দেয়া হয়। গতকাল ৮ জুলাই গাউছিয়া কমিটি মানবিক টিম এর প্রধান মাওলানা মোঃ আবদুল হান্নান তা গ্রহণ করেন। ওরাই আপনজন সংগঠনের সভাপতি মোঃ ইলিয়াছ আহমদ, সহ অর্থ বিষয়ক সম্পাদক আশিকুর রহমান দিদার, ক্রীড়া সম্পাদক জব্বার খলিফা, খাদ্য ভান্ডারে স্বত্বাধিকারীরা মোঃ ইকবাল হোসেন এ গাম বুট তার হাতে তুলে দেন। এ টিমকে ওরাই আপনজন সংগঠন থেকে আরো সহোযোগিতা করার আশ্বাস দেন।