ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত ব্রাহ্মণপাড়া বিনামূল্যে জাগরণ
Published : Monday, 9 August, 2021 at 12:00 AM
অক্সিজেন সেবা
ইসমাইল নয়ন।।
‘সংকট সংশয়ে জাগরণ সবসময়ে’ এ স্লোগানকে সামনে রেখে কুমিল্লার বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন "জাগরণ" দুই উপজেলার করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দিয়ে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
করোনার ভয়াল থাবায় যখন দেশ থমকে গেছে, ঠিক তখনই ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এবং জাগরণের প্রধান সমন্বয়ক আলীমুল ইসলামের নেতৃত্বে বুড়িচং ব্রাহ্মণপাড়ার একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে গঠিত সেবামূলক সংগঠন "জাগরণ" গত ১ জুলাই থেকে আর্তমানবতার সেবায় করোনা রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা  চালু করেন। ইতিমধ্যে অনেক করোনা আক্রান্ত রোগী "জাগরণ" সংগঠনের অক্সিজেন সেবা গ্রহণ করেছে।
রাত তখন দশটা ২০ মিনিট, "জাগরণ" টীমের কাছে  হঠাৎ করে খবর আসে ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই এলাকায় করোনা আক্রান্ত এক রোগী তীব্র শ্বাস কষ্টে মৃত্যুর সাথে লড়ছে। দ্রুত অক্সিজেনের প্রয়োজন। এমন সময় কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক এবং "জাগরণ" এর স্বেচ্ছাসেবক মেহেদী হাসান শরীফ ও ব্রাহ্মণপাড়া উপজেলা  ছাত্রলীগ নেতা বাবু, সদর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম জয় দ্রুত করোনা আক্রান্ত রোগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। এ প্রসঙ্গে  ছাত্রলীগ নেতা মেহেদী হাছান শরীফ বলেন, "মানুষ মানুষের জন্য। মানুষের বিপদে মানুষ এগিয়ে আসাটাই স্বাভাবিক। এটাই মানবতা।  এই কঠিন সময়ে মানুষের পাশে না থাকা এক ধরনের অন্যায় এবং অবিচার।"
"জাগরণ" সংগঠনের বিনামূল্যে অক্সিজেন সেবা পেয়ে সঙ্কটাপন্ন রোগীর স্বজনরা জানান, এটা এক মহতী উদ্যোগ। যথাসময়ে এই সংগঠনের সেবা পেয়ে তারা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তারা।