বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকীতে সেলাই মেশিন বিতরণ
Published : Monday, 9 August, 2021 at 12:00 AM
মো. হাবিবুর রহমান, মুরাদনগর ||
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মীনী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। মুরাদনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার দুপুরে জন্মবার্ষিকী উপলক্ষে ভিডিও কনফারেন্স এবং দরিদ্র, অসহায় ও দু:স্থ ৭ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মমিনুল হকের উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ।
উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, সহকারী কমিশনার (ভূমি) সুলতানা মমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূরে আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাসুদ আহমদ শিকদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী প্রোগ্রামার রফিকুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আফজালের রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী কামরুল হাসান, উপজেলা ফ্যাসিলেটর সোহেল রানা, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেন চৌধুরী ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুফি আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্প্রসারিত আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শোনার পর সেলাই মেশিন বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।