ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় গাজা ইয়াবাসহ গ্রেফতার ৩
Published : Monday, 9 August, 2021 at 12:00 AM
ইসমাইল নয়ন।।
গতকাল ৭ আগষ্ট ব্রাহ্মণপাড়া উপজেলায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ গাজা ও ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
থানা পুলিশ সূত্রে জানা গেছে উপজেলার সীমান্তবর্তী শশীদল এলাকা থেকে গোপন সংবাদে অভিযান পরিচালনা করে ব্রাহ্মণপাড়া থানার এস আই মনিরুল ইসলাম ও এ এস আই মীর সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার নারায়নপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে ইনজামুল হক অপু (২৫) কে ১ হাজার ইয়াবা সহ গ্রেফতার করে। অপর দিগে একই দিন উপজেলার দুলালপুর এলাকা অভিযান পরিচালনা করে থানার এস আই কামাল হোসেন এস আই শেখ মফিজুর রহমান এস আই জীবন কৃষ্ণ মজুমদার এ এস আই আজিজুল রহমান সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার দুলালপুর গ্রাম থেকে ২০ কেজি গাজা সহ ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হল উপজেলার বালিনা গ্রামের মৃত্যু নুরুজ্জামান এর ছেলে শাহাদাত হোসেন (১৮) ও একই এলাকার আবুল কাসেমের ছেলে জহিরুল ইসলাম বাবু (১৯) তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা হয়েছে। এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইন চার্জ অপেলা রাজু নাহা ঘটনার সততা স্বীকার করে বলেন গ্রেফতার কৃতদের কোর্টের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে ।