Published : Monday, 9 August, 2021 at 12:00 AM, Update: 09.08.2021 1:25:38 AM
মোঃ ফেরদৌস মাহমুদ মিঠুঃ
‘আর কোন মা যেন অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ না করেন’ এই শ্লোগান নিয়ে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দৌলতপুর গ্রামে মেহেরুন্নেছা সিদ্দীক অক্সিজেন ব্যাংক চালু হয়েছে। গতকাল রোববার দুপুরে এটির উদ্বোধন করে কার্যক্রম শুরু করে দিয়েছে। প্রথম দিনে চম্পকনগর ও আলমপুর গ্রামে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করে দু’জন মুমুর্ষ রোগীকে সেবা প্রদান করা হয়েছে।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের কৃতি সন্তান মরহুম সিদ্দীকুর রহমানের ছেলে আব্দুল্লাহ আল মামুন একজন ব্যবসায়ী। হোটেল সৈকত ও মা ও মেহের মৎস্যখামার নামে তার দুটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পিতা গত হয়েছেন বহু আগেই। মা ছিল আশা-ভরসার কেন্দ্রবিন্দু। মহামারি করোনায় যখন পুরো পৃথিবী লন্ডভন্ড,তখন আক্রান্ত থেকে বাদ যায়নি ব্যবসায়ী মামুনের মা মেহেরুন্নেছা সিদ্দীক। এসময় অক্সিজেনের অভাবে চিকিৎসা ব্যবস্থায় বাধাগ্রস্থ হয়ে একসময় মৃত্যুর স্বাদ গ্রহন করেন মেহেরুন্নেছা সিদ্দীক। এরপর ব্যবসায়ী মামুনের বিবেক নাড়া দেয়। সাধারন,দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে প্রয়াত মা মেহেরুন্নেছা সিদ্দীক’র নামে কুমিল্লা আদর্শ সদর উপজেলার দক্ষিণ দুর্গাপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে প্রতিষ্ঠা করেন ‘মেহেরুন্নেছা সিদ্দীক অক্সিজেন ব্যাংক’ নামের প্রতিষ্ঠানটি। সম্পূর্ণ পারিবারিকভাবে মায়ের স্মরনে সাধারন মানুষের চিকিৎসা সেবায় ১৭টি আক্সিজেন সিলিন্ডার নিয়ে যাত্রা শুরু করে । প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ আল মামুন জানান, মায়ের মৃত্যুর পর আর কোন মা যেন অক্সিজেনের অভাবে মারা না যায়,সেই লক্ষ্যে আমার এই ক্ষুদ্র চেষ্টা। আমি করোনার শুরু থেকেই নানাভাবে সাধারন মানুষের মাঝে মাস্ক,স্যানিটাইজেশন,নগদ টাকা,ঔষধ,খাদ্যসহ বিভিন্ন সামগ্রী বিতরন করি। সম্প্রতি মা মারা যাওয়ার পর অক্সিজেন সংকট অনুভুব করেই মার নামে এই ব্যাংক প্রতিষ্ঠা। তিনি আরো বলেন,প্রতিষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন স্নেহর ছোট ভাই কুমিল্লা ভিক্টোরিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সাবেক প্রধান সমন্বয়ক,দৌলতপুর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ও ও দুর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং সাধারন সম্পাদক মোঃ শাহ আলম। উল্লেখ্য ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুন তার অক্সিজেন ব্যাংকে দ্রুততম সময়ে আরো ১৩টি অক্সিজেন সিলিন্ডার সংযুক্ত করে মোট ৩০ টি সিলিন্ডারের মাধ্যমে এই ইউনিয়নের দরিদ্র সাধারন মানুষের মাঝে সেবাদান কার্যক্রম চালিয়ে যাবার আশাবাদ ব্যক্ত করেন। একই সংগে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামতা করেন।