ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চান্দিনায় দোকানিকে ছুরিকাঘাত
Published : Monday, 9 August, 2021 at 12:00 AM, Update: 09.08.2021 1:25:34 AM
চান্দিনায় দোকানিকে ছুরিকাঘাতরণবীর ঘোষ কিংকর: কুমিল্লার চান্দিনায় রাতের অন্ধকারে দোকানে প্রবেশ করে ছাদেক হোসেন (১৮) নামে এক দোকানিকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করে ভূক্তভোগীর পিতা।
শনিবার (৭ আগস্ট) দিনগত গভীর রাতে চান্দিনা পৌরসভার ৭নং ওয়ার্ড ছায়কোট এলাকায় ওই ঘটনা ঘটে।
মারাত্মক আহতাবস্থায় দোকানি ছাদেক হোসেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহত দোকানি ছাদেক হোসেন চান্দিনার ছায়কোট গ্রামের রমিজ মিয়ার ছেলে।
জানা যায়, বাড়ির পাশ্ববর্তী স্থানে একটি চা ও মুদি দোকানে দিয়ে ব্যবসা পরিচালনা করতো ছাদেক হোসেন। শনিবার দিনগত রাতে বাড়ি থেকে খাবার খেয়ে প্রতিদিনের ন্যায় দোকানে এসে ঘুমায় ছাদেক। মধ্য রাতে দোকানের বেড়া খুলে ভিতরে প্রবেশ করে ঘুমের মধ্যে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এসময় তার শোর চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এ ব্যাপারে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) গিয়াস উদ্দিন জানান- আমরা ঘটনা জানার পরপর ঘটনাস্থল পরিদর্শণ করি।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরুল বাসার জানান- বাদীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো।