কুমিল্লার দেবিদ্বারে করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় এএফএম ফখরুল ইসলাম মুন্সি বিনামূল্যে অক্সিজেন সার্ভিস উদ্বোধন করা হয়েছে। গুনাইঘর উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আলী আজ্জম সরকার সজলের পৃষ্ঠপোষকতায় মঙ্গলবার বিকালে গুনাইঘর উত্তর ইউনিয়নের গজারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণী কক্ষে অক্সিজেন সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি হাজী আবুল কাশেম ওমানী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের প্রভাষক মো. সাইফুল ইসলাম শামীম, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান সুমন, উপজেলা যুবলীগের সহ সভাপতি কবির হোসেন, দেবিদ্বার উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. ইকবাল হোসেন রুবেল, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য মো. সাদ্দাম হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি মো. সাব্বির আহমেদ পলাশ, যুবলীগ নেতা মো. আনিছুর রহমান।
দেবিদ্বার এসএস সরকারি কলেজ সভাপতি মো. বিল্লাল হোসেনের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন বাকসার গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর হোসেন, আওয়ামী লীগ নেতা আবু জাহের, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউপি সদস্য জামাল হোসেন, গুনাইঘর উত্তর ইউপি আ. লীগের সাবেক সাধারণ সম্পাদক মো.মোখলেছুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবদুল রহিম খান, মো. নুরুল ইসলাম, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, হায়দার আলী, ইউনিয়ন ছাএলীগ যুগ্ম আহবায়ক সবুজ, জাহিদ প্রমুখ।
বক্তব্যে আবুল কাশেম ওমানী বলেন, দেবিদ্বারের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলের নির্দেশনায় করোনার এ কঠিন পরিস্থিতিতে মানবিক কাজে করে যাচ্ছেন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মানুষের এ দুর্দিনে আলী আজ্জম সরকার সজল এএফএম ফখরুল ইসলাম মুন্সি বিনামূল্যে অক্সিজেন সার্ভিস চালু করেছেন আমি তাকে ধন্যবাদ জানাই। তাঁর মত এ এলাকার সবাই এগিয়ে আসা উচিত।
প্রধান পৃষ্ঠপোষক আলী আজ্জম সরকার সজল বলেন, আমরা ১৫ টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে কাজ শুরু করেছি। আমাদের একটি হটলাইন নম্বর রয়েছে, এ নম্বরে যে কেউ ফোন করলে বিনামূল্যের এ অক্সিজেন সেবা বাড়ি বাড়ি পৌছে দেওয়া হবে।